উল্লাপাড়ায় ডিজিটাল আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লসপাড়ায় সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্য ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল আইনে দায়ের করা মামলায় সলপ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলম খান (৫০)কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আওয়ামী লীগ নেতা আলম খান কানসোনা গ্রামের আব্দুস সালামের ছেলে।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারী/ ২০২২ তারিখে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম সম্পর্কে দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক, নেতা-কর্মী নিযার্তনকারী ও বিভিন্ন ধরনের কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলম খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করিয়া প্রচার ও প্রকাশ করে। উক্ত পোস্টের আলোকে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১), ৩১(২) ও ৩৫(২) ধারায় মানহানি কর তথ্য প্রচারের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে আলম খানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেন।
উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আলাম খান সলপ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর । সে কিছুদিন আগে মিনি স্টোক করে অসুস্থ । সামাজিক যোগাযোগ মাধ্য ফেইসবুকে কটুক্তি করে থাকলে বিষয়টি উপজেলা আওয়ামিলীগ অথবা ইউনিয়ন আওয়ামী লীগের উপর সমাধানের বিষয়টি দিলে ভালোহতো। তাকে গ্রেফতার করায় ইউনিয়ন আওয়ামী লীগের মধ্য বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
এ বিষয়ে উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি জানান আলম খান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্য ফেইসবুকে আওয়ামী লীগ ও এমপির বিরুদ্ধে বিভিন্নভাবে কটুক্তি করে যাচ্ছে । এ বিষয়ে তাকে ও তার পরিবারবর্গকে বারবার নিষেধ করা সত্বেও আলম খান ফেইসবুকে আওয়ামীলীগ ও এমপির বিরুদ্ধে লিখে যাচ্ছেই । নিষেধ না মানায় আলম খান এর বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হয়েছে ।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জলের মামলার প্রেক্ষিতে আলম খানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
০৩/ ০২/ ২০২২