উল্লাপাড়ায় ডাকঘরে টাকার সংকট চরম দুর্ভোগে পড়েছেন ৪৫ হাজার গ্রাহক

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

উল্লাপাড়ায় ডাকঘরে টাকার সংকট । চরম দুর্ভোগে পড়েছেন ৪৫ হাজার গ্রাহক । ডাকঘর থেকে আমানতের টাকা ফেরত না পাওয়ায় শুন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে গ্রাহককে । উল্লাপাড়া উপজেলা ডাকঘরে টাকা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে । ওই ডাকঘর থেকে সঞ্চয়পত্র ক্রয়, স্থায়ী আমানত ও সাধারণ হিসাব খোলা গ্রাহকের সংখ্যা প্রায় ৪৫ হাজার এবং তাদের আমানতের পরিমান প্রায় ২শ কোটি টাকা ।
জানা যায় সরকার গত জুলাই মাস থেকে পোস্ট অফিসে সঞ্চয়পত্র খোলা এবং স্থায়ী আমানত (এফডিআর) খোলা বন্ধ করে দিয়েছে । পুরায় তা চালু না হলে গ্রাহকদের টাকা পরিশোধ করা কঠিন হয়ে পরবে ।

বর্তমানে প্রতিদিন ওই ডাকঘরে সঞ্চয়পত্রের মুনাফা, স্থায়ী আমানতের মেয়াদ পূর্ণ হওয়া সহ নানা মুখি মুনাফার টাকা গ্রাহককে পরিশোধ করতে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার প্রয়োজন । কিন্তু উল্লাপাড়া উপজেলা ডাকঘরে টাকার স্বল্পতার কারনে গ্রাহককে তাদের পাওনা পরিশোধ করতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের ।
একই সঙ্গে গ্রাকের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় প্রচুর চাপ ও হুমকির মুখে পড়েছেন উপজেলা ডাকঘরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ । এ অবস্থা চলছে প্রায় গত ১ মাস ধরে। উল্লাপাড়া উপজেলা ডাকঘরে গ্রাহকদের আমানতের পরিমান প্রায় ২শ’ কোটি টাকা ।

উল্লাপাড়া উপজেলা ডাকঘরের গ্রাহক পৌর এলাকার উল্লাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, তিনি এখানে তার স্ত্রী’র ১১ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র কিনেছেন । ওই সঞ্চয়পত্রের মাসিক মুনাফায় তার সংসার চলে । অথচ ১৫দিন ঘুরেও তিনি মুনাফার টাকা পাননি । অপর গ্রাহক উপজেলার রাঘবাড়ীয়ার সুজাবত আলী জানান, তার সঞ্চয়পত্র রয়েছে ১০ লাখ টাকার । তিনি প্রায় ৩ সপ্তাহ ধরে ডাকঘরে ঘুরেও এর কোন মাসিক মুনাফা তুলতে পারেননি। ফলে চরম দুভোর্গে রয়েছে তাদের পরিবার।
জাহাঙ্গীর আলম ও সুজাবত আলীর মতো আরো অনেক গ্রাহকের অভিযোগ, উল্লাপাড়া ডাকঘরে টাকা না থাকায় দিনের পর দিন উল্লাপাড়ায় এসেও শূণ্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে । প্রতিদিন মুনাফার জন্য শতাধিক ডাক গ্রাহক এই পোস্ট অফিসে ভিড় করছেন।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার গিয়াস উদ্দিন তার ডাকঘরে টাকা না থাকা এবং শত শত গ্রাহকের দৈনন্দিন দুভোর্গের কথা স্বীকার করে জানান, একাধিক দিন মুনাফার টাকা তুলতে এসে অথবা সঞ্চয়পত্রের মেয়াদোর্ত্তীণ গ্রাহকগণ তাদের মূল টাকা না পাওয়ায় অনেক গ্রাহক ডাক কর্মচারীদের সঙ্গে চরম খারাপ আচরণ করছেন। এমনকি তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি ডাক কর্মীদের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতায় ডাকঘরে পুলিশ মোতায়েন করেছিলেন। পোস্ট মাস্টার আরো জানান, তার ডাকঘরে সঞ্চয়পত্র, এফডিআর ও সাধারন হিসাব খোলা গ্রাহকের সংখ্যা প্রায় ৪৫ হাজার। প্রতিদিনই এদের নানামুখী মুনাফা প্রদান করতে তার ৭০ থেকে ৮০ লাখ টাকা প্রয়োজন । অথচ তিনি সিরাজগঞ্জ প্রধান ডাকঘর থেকে পাচ্ছেন প্রতিদিন ৪ থেকে ৫ লাখ টাকা। তিনি বলেন সরকার গত জুলাই মাস থেকে পোস্ট অফিসে সঞ্চয়পত্র খোলা এবং স্থায়ী আমানত (এফডিআর) খোলা বন্ধ করে দিয়েছে । পুরায় তা চালু না হলে গ্রাহকদের টাকা পরিশোধ করা কঠিন হয়ে পরবে ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.