উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-ইশ্বরদী রেলপথের উল্লাপাড়ার মাটিকোড়া ঢালা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে ডালিম (৪২) নামে এক নারী মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডালিম মাটিকোড়া উত্তরপাড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী। জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া ঢালা নামক স্থান পার হবার সময় ওই নারী রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন । এতে ঘটনাস্থলেই মারা যান তিনি ।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ কামাল জানান , ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহতের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয় ।
লাশ ছিন্নবিছিন্ন হয়ে যাওয়ায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো দাবি না থাকায় লাশের টুকড়া অংশ পরিবারের লোকদের কাছে দিয়ে দেওয়া হয়েছে ।
-মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ