উল্লাপাড়ায় ট্রেনের বারি খেয়ে নদীতে পড়ে ভ্যানচালক নিখোজ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উল্লাপাড়া পৌর এলাকার ঘাটিনা রেল সেতু দেখতে এসে ঢাকা – ঈশ্বরদী রেলপথের ঘাটিনা রেল সেতু উপর অজ্ঞাত পরিচয়ের এক ভ্যান চালক রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় করতোয়া নদীতে পড়ে নিখোঁজ রয়েছে।
স্থানীয়দের কাছে জানা যায় তার ভ্যানে ঘাটিনা রেল সেতু দেখতে কয়কজন যাত্রীর সাথে নিয়ে সে রেল সেতুর উপর উঠে । এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভ্যানচালক নদীতে পড়ে নিখোঁজ হয় । ফায়ার সার্ভিস প্রায় এক ঘনটা চেষ্টা চালিয়ে তার খোঁজ পায়নি ।
এ ব্যাপারে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নাদির হোসেন জানান ঘটনার পরপরই ঘটনা স্থলে গিয়ে এক ঘন্টা খোজাখুজির পর লাশ না পয়ে বন্ধ করা হয়েছে ।