উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক শিশু নিহত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় আবির হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জানুয়ারি )দুপুর ১টার দিকে উল্লাপাড়ার ঝিকিড়া কালিবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত আবির ঝিকিড়া মহল্লার রিগানের ছেলে। এ বিষয়ে স্থানীয়ারা বলেন , বাড়ির পাশে ছেলেদের সঙ্গে খেলছিল আবির। এ সময় ঘাতক ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকসহ ড্রাইভার বদু শেখকে আটক করে থানায় রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’