উল্লাপাড়ায় জেডিসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষকের কারাদন্ড
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) নকল সরবরাহ ও মুঠোফোন ব্যবহারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সিরাজগঞ্জেরউল্লাপাড়া কামিল মাদ্রাসার উপ পরীক্ষা কেন্দ্র আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার এ ঘটনা ঘটে। সাজা প্রাপ্ত শিক্ষকরা হচ্ছে-উল্লাপাড়ার বোয়ালিয়া আলিম মাদ্রাসার বিএসসি শিক্ষক মো.মনিরুল ইসলাম ও তার স্ত্রী একই মাদ্রাসার সহকারী শিক্ষক মোছা: বিলকিস পারভীন। জানা যায়,সোমবার বিজ্ঞান পরীক্ষা চলছিল ওই পরীক্ষা কেন্দ্রে।
বোয়ালিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক বিলকিস পারভীন সেখানে দায়িত্ব পালন করছিল। তার সহায়তায় সেখান থেকে প্রশ্নপত্র আউট করে বাহির থেকে উত্তরপত্র তৈরী করে সরবরাহ করছিল তার স্বামী একই মাদ্রাসার বিএসসি শিক্ষক মনিরুল ইসলাম। এসময় দায়িত্বরত শিক্ষকদের সহায়তায় ওই শিক্ষককে উত্তরপত্র সহ আটক করে সেখানে দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি)। একই সময় পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন ব্যবহারের সময় তার স্ত্রী সহকারী শিক্ষক বিলকিস পারভীনকেও আটক করা হয়। ঘটনার সময় সেখানে এমন কর্মকান্ড করা আরো বেশ কয়েক জন শিক্ষক পালিয়ে যায়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মনিরুল ইসলামকে পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং তার স্ত্রী বিলকিস পারভীরকে মুঠোফোন ব্যবহারের অপরাধে ৯ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো.মাহবুবুর রহমান ওই আদেশ প্রদান করেন।
উল্লাপাড়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান ওই শিক্ষকদের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।