উল্লাপাড়ায় চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
“মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত উল্লাপাড়া” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকেলে উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয় আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। উপজেলা পরিষদ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন। উল্লাপাড়া উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্কের বিষয় ছিল ‘অধ্যবসায় নয়, কেবলমাত্র মেধাই পরীক্ষায় ভালো ফলাফলের উপায়’। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় ধরইল বালিকা উচ্চ বিদ্যালয় দল। রানার আপ হয় পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় দল। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ধরইল বালিকা উচ্চ বিদ্যালয় দলের দলনেতা বিনিতা সরকার শ্রাবন্তী। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন অধ্যাপক শামীম হাসান এবং সময় নিয়ন্ত্রন ও পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু। এতে বিচারক ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম, কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী ও প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী। অনুষ্ঠানে কৃতি বিতার্কিকদের মধ্যে পুরুষ্কারের চেক ও ক্রেষ্ট তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, ইউএনও উজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৩-০৩-২০২২