উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় শিক্ষক গ্রেপ্তার, চাকরি থেকে সাময়িক বরখাস্ত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় উপজেলার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন গ্রেপ্তা ।
বুধবার রাতে চাঁদাবাজির মামলায় উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়ার বাসা থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে । এইবার দিয়ে তিনি তিনবার গ্রেপ্তার হলেন । এর আগেও ইকবাল চাঁদাবাজী ও নারী নির্যাতন মামলায় দুইবার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে ।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিস থেকে জানা যায় এসব ঘটনাকে কেন্দ্র করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় গত ২৪ জুন/২০২১ এ ইকবাল হোসেনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ।
উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, সভাপতি হিসেবে শিক্ষকদের পক্ষেই কথা বলতে হয়, তবে কেউই আমরা আইনের উর্দে নই । ইকবাল হোসেন যদি অপরাধ যোগ্য কর্মকান্ড করে থাকে সরকারী আইনানুযায়ী তার বিচার হবে ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর জানান, ইকবাল হোসেনকে বুধবার রাতে সিরাজগঞ্জ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করা হয় । তার বিরুদ্ধে থানায় একাদিক মামলা রয়েছে । বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।