উল্লাপাড়ায় গৃহবধু গণধর্ষণের শিকার, থানায় মামলা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ায় এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ ধর্ষিতা অসুস্থ গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের আম বাগানে। এই ঘটনায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাত ১০/১২ ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছেন।
উল্লাপাড়া মডেল থানায় দেওয়া মামলায় ধর্ষিতার স্বামী অভিযোগ করেন, তিনি তার স্ত্রীকে নিয়ে রোববার বিকেলে শ্বশুরবাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে লোকাল ট্রেন ধরতে ভ্যানযোগে সলপ রেলওয়ে স্টেশনে যান। স্টেশনে পৌঁছার পর তার স্ত্রীকে প্লাটফর্মের পাশে একটি চায়ে স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যান ভাড়া দেবার জন্য টাকা ভাঙ্গাতে পাশের বাজারে আসেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ দেখতে পান। পরে রাতভর খোঁজাখুজি করেও তার স্ত্রীর সন্ধ্যান মেলেনি।
সোমবার সকালে স্থানীয় লোকজনের মুখে জানতে পারেন এক মহিলা অসুস্থ অবস্থায় স্টেশন থেকে অর্ধ কিলোমিটার দুরে বেতকান্দি গ্রামের পাশে আমবাগানে পড়ে আছে। পরে তিনি (ধর্ষিতার স্বামী) সেখানে গিয়ে তার স্ত্রীকে সনাক্ত করেন এবং উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করান।
স্ত্রী সুস্থ হলে জানতে পারেন, তাকে (স্ত্রীকে) যেকোন উপায়ে অজ্ঞান করে কিছু লোক স্টেশন থেকে তুলে নিয়ে উক্ত আমবাগানে রাতভর পালাক্রমে ধর্ষন করে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। উ
ল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস গণধর্ষনের বিষয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে জোর তৎপরতা শুরু করেছে ।