উল্লাপাড়ায় কুকুর বাঁচাতে গিয়ে ভ্যান চালক নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
রোববার বেলা ৩ টার দিকে নগরবাড়ি- বগুড়া মহা সড়কের উল্লাপাড়ার কাওয়াক নামক স্থানে কুকুরকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ভ্যান চালক রিপন হোসেন (২৮) নিহত ।
রিপন উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর আদর্শগ্রামের বহর আলীর ছেলে।
উল্লাপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্যানচালক রিপন ভ্যান নিয়ে উল্লাপাড়া রেল স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় একটি কুকুর রাস্তা পার হচ্ছিল । কুকুরকে বাঁচাতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের বৈদ্যতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
এসময় রিপন মাথায় আঘাত পেলে ঘটনার স্থলেই সে মারা যান।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া সিরাজগঞ্জ
০১/০৫/২০২২