উল্লাপাড়া

উল্লাপাড়ায় কাউন্সিলর এর বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর তুলে ভারা দেওয়ার অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক বিভাগের সরকারী জায়গা দখল করে বাজার বসিয়ে ঘর তুলে ভারা দেওয়া অভিযোগ উঠেছে উল্লাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আউলিয়া হোসেনর বিরুদ্ধে ।

মহাসড়কে সড়ক দূর্ঘটনা রোধে সিরাজগঞ্জ সড়ক বিভাগ গত ০৩ মার্চ মাসে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা বাস স্ট্যান্ডে অবৈধভাবে গড়ে উঠা বাজার উচ্ছেদ করে সিরাজগঞ্জ সড়ক বিভাগ । উচ্ছেদের পর আবার ওই জায়গায় বাজার বসিয়েছে কাউন্সিলর আউলিয়া । এ অবস্থায় হাইওয়ে এ্যাক্ট অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের হুকুৃম দখলকৃত সরকারী জায়গার শেষ সীমানা হতে ১০ মিটার বা ৩৩ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা দন্ডনিয় অপরাধ যা সরকারী আইনের পরিপন্থী । সরকারের এ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ঘর নির্মান করার ফলে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় সড়ক দূর্ঘটনায় যানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে । উল্লেখিত স্থানে বাজার বসানোর কারণে গত ১৫ সেপ্টেম্বর সড়ক দূর্ঘটনায় ২ শিক্ষার্থী সহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।
সড়ক বিভাগ থেকে বারবার নিষেধ করা সত্বেও পৌর সভার সংশ্লিষ্ট কাউন্সিলর সড়ক বিভাগের সরকারী জায়গা দখল করে বাজার বসিয়ে ঘর তৈরি করে ভাড়া দিচ্ছেন ।

উল্লাপাড়া সড়ক বিভাগ থেকে প্রথমে সরেজমিনে দেখে অবৈধভাবে জায়গা দখলে নিয়ে ঘর তোলায় কাউন্সিলর আউলিয়াকে মৌখিক ভাবে বন্ধ করতে বলেন উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল মনসুর আহমেদ । তার পরও ঘর তোলা বন্ধ না হওয়ায় গত ২৩ সেপ্টেম্বর উল্লাপাড়া সড়ক উপ-বিভাগ তার স্বরক নং-০১১.১৯-২৪৮(৬) এর মাধ্যমে পৌর কাউন্সিলর আউলিয়া হোসেনকে ঘর নির্মাণ বন্ধ ও সাত দিনের মধ্যে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে লিখিতভাবে জানানো হয়েছে বলে উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল মনসুর আহমেদ এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন ।

এ বিষয়ে পৌর কাউন্সিলর আউলিয়া হোসেন বলেন , শ্রীকোলা মোড়ে বহু পূর্ব থেকেই এলাকাবাসী মহাসড়ক ঘেষে কাঁচাবাজারসহ বিভিন্ন মালামালের দোকান বসায় । এ অবস্থায় মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে । সড়ক দুর্ঘটনা লাগবের লক্ষেই সেখান থেকে সরিয়ে একটু দুরে সড়কের জায়গায় দোকানদারদের সুবিধায় ঘর তোলা হচ্ছে নিজের সার্থে নয় ।

সড়ক বিভাগ থেকে তিনি ঘর নির্মাণ বন্ধ ও মালামাল সরিয়ে নেওয়ার বিষয় কিংবা কোনো ধরণের লিখিত কাগজপত্র পাননি। তবে সড়ক বিভাগ থেকে ঘর তোলা নিষেধ বা মালামাল সরিয়ে নিতে বললে তা সংগে সংগে ভেঙ্গে সরিয়ে নেওয়া হবে ।