উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

 

উল্লাপাড়া প্রতিনিধ ঃ মোঃ আব্দুস সাত্তার

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, দুশ্চরিত্র, জুলুমকারী,, অসভ্য, বেহায়া ও দুর্নীতিবাজ আাখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মচারীরা । ইতিমধ্যেই তার অপসারণের দাবিতে কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন করেছেন । মিছিল-মিটিং করছেন এবং মাঝেমধ্যেই কর্মবিরতিও দিচ্ছেন ।

এ ছাড়াও ডাঃ মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে কর্মচারিদের ভাতার টাকা, করোনাকালিন সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারিদের জন্য বরাদ্দ হওয়া সকল সুরক্ষা সামগ্রী, কোভিড-১৯ টিকা দান কর্মসূচিতে আপ্যায়নের জন্য বরাদ্দকৃত ১৬ লাখ টাকা এবং ভুয়া করোনা রোগী হাসপাতালে ভর্তি দেখিয়ে অর্থ আত্মসাত, ভ্যাট, অডিটসহ নানা অজুহাতে সকল ধরণের প্রশিক্ষণের সম্মানি ভাতা কেটে নেওয়া, হাসপাতালের ফলজ ও বনজ গাছ বিক্রি ছাড়াও কর্মচারিদের সাথে অসদাচরনের অভিযোগও রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে।

এদিকে চলতি বছরের শুরুতে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) আওতায় উপজেলার ৬৫টি কমিউনিটি ক্লিনিকে মাল্টি পারপাস হেলথ ভলেন্টিয়ার (এমএইচভি) পদে ৪৫৭ জন নিয়োগ দেয়া হয়। এসব পদে নিয়োগের নামেও প্রায় তিন লাখ টাকা করে হাতিয়ে নেন তিনি। এমএইচভি পদে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৩৬ জন বিভিন্ন কারণে চাকরী ছেড়ে দেন। কিন্তু প্রকল্প থেকে তাদের এখনও ভাতা উত্তোলন করা হচ্ছে। ওই ৩৬ জনের ৬ মাসের সম্মানি ভাতা ৭ লাখ ৭৭ হাজার ৬শ টাকা ইতিমধ্যে তুলে নিয়ে আত্মসাৎ করেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

ওই ভাতার টাকা উত্তোলন করতেও প্রতিজনের কাছ থেকে মাসে ২শ টাকা হারে কেটে নেন তিনি। গত ৬ মাসের ভাতার মোট ৫ লাখ ৫ হাজার ২শ টাকা কর্তন করে নেন । এমএইচভি পদে দ্বিতীয় ধাপে ৪ মাসের সম্মানি ভাতার টাকার মধ্যে ৩ মাসের টাকা প্রদান করেন । বাকী এক মাসের সম্মানি ভাতার টাকাও আত্মসাৎ করেন তিনি ।

যখন কোন স্থানে পরিদর্শনে যান সেখানে ইনচার্জ বা সহকারি ইনস্পেক্টরকে সংগে না নিয়ে সিএইচসিপি নাজমা এবং আলিফা নামের দুথজন কর্মচারীকে তার গাড়ীতে তুলে সঙ্গী হিসেবে নিয়ে যান । নামজা ও আলিফাকে কেন্দ্রে না পাঠিয়ে সার্বক্ষণিক তার অফিস কক্ষে বসিয়ে রেখে তাদের দ্বারা বিভিন্ন অনিয়ম করাচ্ছেন তিনি।

এছাড়াও সর্বস্তরের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সাথে দূর্ব্যবাহর, অসদাচারণ এবং বেতন বন্ধের হুমকি দিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য বিভাগে নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এ কর্মকর্তা । এ অবস্থায় উপজেলার সামগ্রীক স্বাস্থ্য সেবা ও চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৭৩ জন স্বাস্থ্য সহকারি ও ৬২ জন সিএইচসিপি ডাঃ মোঃ আনোয়ার হোসেনের ওই সব অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করলেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় অভিযোগকারীরা চরম ক্ষোভ প্রকাশ করে গত দু’দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কর্মসুচি, অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি কর্মচারীরা মাঠ পর্যায় কাজে ফাকি দেওয়ায় তাদে কাছে কৈফিয়ত তলপ করায় তারা একজোট হয়ে আমার বিরুদ্ধে সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছে । বেতন থেকে টাকা কেটে রাখার কোনো সুযোগ নেই । কোভিড-১৯ টিকা দান দ্রুত কারার লক্ষে নাজমা ও আলিফা নামের দু’জন সিএইচসিপি কর্মচারিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে ।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। যার অনুলিপি আমার দপ্তরে দেয়া হয়েছে এবং গত ০৭ ডিসেম্বর এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি । তাছাও মানববন্ধন করেছে তাও জেনেছি । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে । এর আগে বৃহস্পতিবার ঘটনা স্বলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.