উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের ঝটিকা অভিযান
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন বাজারে সরকারের নির্দেশনা মোতাবেক ব্যবসা পরিচালনার জন্য উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের সমম্বয়ে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারে স্বর্ণা ট্রেডার্স ও দহকুলা বাজারে একতা এন্টারপ্রাইজ সহ প্রায় ১০ টি দোকান ও গুদামে এ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে খাদ্য পণ্য ব্যবসায়ীদের সরকার অনুমোদিত লাইসেন্স, বিভিন্ন কাগজপত্র, নির্ধারিত পরিমান ধান, চাউল ও উৎপাদিত খাদ্যদ্রব্য ক্রয় এবং গুদামের মজুত পরিদর্শন করেন ।
এ সময় সকল ব্যবসায়ীকে খাদ্য মজুত ও বিক্রির জন্য লাইসেন্স ছাড়া বিক্রি ও মজুত না করার জন্য সতর্ক করে দেন ৷
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মাসুদ করিম ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ