উল্লাপাড়া

উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৩ টি ইউনিয়ন বড় পাঙ্গাসী, মোহনপুর ও উল্লাপাড়া সদর ইউনিয়নের ৯ শত গরীব অসহায়দের মাঝে উপজেল প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । মঙ্গলবার সকাল ১০ টা থেকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ স্ব স্ব ইউনিয়নে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত ৯ শত কম্বল সমাজের গরিব অসহায় মানুষদের হাতে তুলে দেন । এর মধ্যে উল্লাপাড়া সদর ইউনিয়নে ২ শ ২৬ জন, মোহনপুর ইউনিয়নে ৪ শ জন ও বড় পাঙ্গাসী ইউনিয়নে ৩ শ ১৬ জনের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দীন, উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালেক, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মোক্কা, বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন ৷ এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন ৷

মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়া, সিরাজগঞ্জ