উল্লাপাড়ায় ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার উল্লাপাড়ায় শোভাযাত্রা, কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এতে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সকালে পৌর শহরে এ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রেসক্লাব থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবে ইত্তেফাকের জন্মদিনের কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এবং কল্যাণ ভৌমিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন হিরু, দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা এ আর জাহাঙ্গীর, ক্লাবের সম্পাদক জয়নাল আবেদীন জয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।