উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার এর নির্বচনী শোডাউন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বচনের তফশিল ঘোষনার আগেই নির্বচনী শোডাউন করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার । তিনি প্রায় ৫ হাজার সমর্থক নিয়ে এ শোডাউন করেছেন ।
বুধবার বেলা ১০ টায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা বাজার থেকে বাদ্য-বাজনা বাজিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানিয় এমপির ছবি সম্মিলিত ব্যানার, ফেসটুন হাতে নিয়ে মিছিল সহকারে হাজার হাজার জনতা ইউনিয়নের প্রায় সব এলাকা প্রদক্ষিণ করে বিশাল শোডাউন দেয় ।
মোঃ আল-আমিন সরকার আওয়ামী পরিবারের সন্তান । তার প্রায়াত চাচা পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, ইউনিয়ন বাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো করার জন্যই খলিলুর রহমানের মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন । আল আমিন সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানিয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এর সহযোগিতায় ইউনিয়নের রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছে ।
এ ছারাও রাস্তার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের বিশ্রামের জন্য বড় বড় চেয়ার তৈরি করে দিয়েছেন । সেই সাথে রাস্তার দু পাশে বনায়ন ও বিশ্রামের জন্য ফলজ সহ বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দিয়েছেন । তিনি এই ইউনিয়নের প্রতিটি রাস্তা-ঘাটের উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে গ্রামকে শহরে রুপান্তর করার লক্ষে কাজ করে যাচ্ছেন ।
আর ওই উন্নয়নকে সামনে রেখেই ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের প্রত্যাশী মোঃ আল আমিন সরকার বুধবার দলীয় নেতা-কর্মী ও তার সমর্থকদের নিয়ে নির্বাচনী বিশাল শোডাউনের আয়োজন করেন । তিনি নিজেই এ শোডাউনের নেতৃত্ব দেন । বেলা ১০ টায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা বাজার থেকে বাদ্য-বাজনা বাজিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানিয় এমপির ছবি সম্মিলিত ব্যানার, ফেসটুন হাতে নিয়ে মিছিল সহকারে হাজার হাজার জনতা ইউনিয়নের প্রায় সব এলাকায় মিছিল সহকারে ভ্যান যোগে প্রদক্ষিণ করে বিশাল শোডাউন দেয় । প্রায় ৫ হাজারের অধিক দলীয় নেতা-কর্মী ও সমর্থক এ শোডাউনে অংশ নেয়।