উল্লাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে গলদা চিংড়ির চাষ ৮ মাসে ৩ লাখ ৫০ হসজার টাকা আয়
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে কার্প জাতীয় মাছের সাথে গলদা চিংড়ির চাষ শুরু করেছে উল্লাপাড়া উপজেলা মৎষ বিভাগ ।
উল্লাপাড়া উপজেলায় নদী, খাল, বিল এবং প্লাবন ভুমির পাশাপাশি পুকুরে কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল মাছের সাথে পাবদা, গুলশা, টেংরা ও শিং মাছ চাষ হয়ে থাকে । প্রতি বছর প্রায় ১৩৭০৫ মে. টন ওই সকল মাছ উৎপাদন হয় । ওই উৎপাদিত মাছ অত্র উপজেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের অন্যান্য উপজেলায় রপ্তানি হয়ে থাকে । উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ড. মোঃ বায়েজিদ আলম দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের উপজেলা গুলোতে গলদা চিংড়ির চাষকে অনুসরণ করে উল্লাপাড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে গলদা চিংড়ি চাষের সিদ্ধান্তঃ নেন । তিনি উপজেলায় মৎস অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিড়গঞ্জ গ্রামে মেসার্স মোল্লা ফিসারিজ, প্রোঃ মোঃ আবুল হোসাইন এর পুকুরে কার্প জাতীয় মাছের সাথে গলদা চিংড়ির চাষ করা হয়েছে । প্রায় ৫ বিঘা জলাশয়ে পরিমান মতো কার্প মাছের পোনার সাথে ৫ হাজার গলদা চিংড়ির পোনা এবং ৯ হাজার গুলশার পোনার সাথে চাষ শুরু করা হয় । প্রায় ৮ মাস চাষ করার পর ওই ৫ বিঘা জলাশয় থেকে ৮ মাস পর ৬ হাজার ৫০৫ কেজি কার্প মাছ, ২৫১ কেজি গলদা চিংড়ি এবং ৬২৫ কেজি গুলশা মাছ আহরণ করা হয়েছে । এতে উৎপাদনে যে পরিমান অর্থ খরচ হয়েছে তা থেকে গত ৮ মাসে অতিরিক্ত আরো ৩ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে । চাহিদার তুলনায় অতিরিক্ত আয় হওয়ায় গলদা চিংড়ি চাষে কৃষক ও মাছ চাষিরা আগ্রহ দেখাচ্ছে । এছাড়াও এ অর্থবছরে উপজেলায় ৬০৫ কেজি মাছ বেশী উৎপাদন হয়েছে । এতেকরে এ উপজেলায় গলদা চিংড়ি চাষ করা সহজ ও লাভজনক ।
উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোঃ বায়েজিদ আলম জানান দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে চিংড়ি চাষ করা দেখে নিজের ইচ্ছাতেই অত্র উপজেলার ইউনিয়ন পর্যায়ে গলদা চিংড়ি চাষের সিদ্ধান্তঃ নেই এবং ৫ বিঘা জলাশয়ে অন্যান্য মাছের সাথে গলদা চিংড়ি চাষ শুরু করি এবং তাতে সফলতাও পাই । আর এই গলদা চিংড়ি চাষ দেখে এখন অনেক কৃষক এবং মাছ চাষিরা গলদা চিংড়ি চাষে আগ্রহ দেখাচ্ছে । চলতি বছর আরো ১৫ বিঘা জলাশয়ে অন্যান্য মাছের সাথে গলদা চিংড়ি চাষ শুরু করা হয়েছে । দিনদিন গলদা চিংড়ি চাষে বৃদ্ধি পাচ্ছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১১/০২/২০২২