উল্লাপাড়ায় আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের স্থান পরিদর্শন করলেন সহকারি কমিশনার (ভুমি)
উল্লাপাড়া প্রতিনিধি ঃ মোঃ আব্দুস ছাত্তার
দীর্ঘদিন প্রতীক্ষার পর আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের স্থান পরিদর্শন করলেন উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইশরাত জাহান । এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি ওই স্থান পরিদর্শন করেন । সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি বাজারে পুড়াতন ভবনের পাশেই ওই নতুন ভবন নির্মান করা হবে ।
জানা যায়, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ভবনটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও অকার্যকর অবস্থায় রয়েছে । আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য পরিপূর্ণ জায়গার অভাব থাকায় আধুনিক ভবন নির্মান হয়নি । এলাকাবাসির অর্থায়নে ৩৩ শতাংশ ভুমি ক্রয় করে স্থানিয় সরকারের ইউনিয়ন পরিষদের নামে রেজিষ্ট্রেশন করে দেওয়ায় আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের কার্যক্রম চলছে ।
বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে নতুন পরিষদ ভবন নিমার্ণের জন্য স্থানটি পরিদর্শন করেন উল্লাপাড়া সহকারি কমিশনার (ভুমি) ইশরাত জাহান।
এ সময় তার সংগে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছরিয়ার রহমান সরকার, সাবেক ডেপুটি পরিচালক (সমাজ সেবা) মোস্তফা কামাল বকুল, কবি ওমর ফারুক, বন্যাকান্দি আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, বন্যাকান্দী এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন প্রমুখ।