উল্লাপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
রোববার উল্লাপাড়ায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। সকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন। বেলা ১০টায় উপজেলা আ’লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফার নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ালী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. মারুফ বিন হাবিব, অধ্যাপক ইদ্রিস আলী ও পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম প্রমুখ।