উল্লাপাড়ায় অতি বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধান ক্ষেত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃস্পতিবার রাতের প্রবল ঝড় বৃষ্টিতে তলিয়ে গেছে নিমাঞ্চলের পাকা বোরো ধান ক্ষেত। পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটা যাচ্ছে না। উল্লাপাড়া উপজেলার নিমাঞ্চলের বোরো ধান ক্ষেতে পানি প্রবেশ করায় কাটা ধান এখন পানিতে ভাসছে। পানি জমে থাকা জমির ধান কাটতে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এতে কৃষকরা পড়েছে মহা বিপাকে । অন্যদিকে জমিতে পানি থাকায় জোঁকের আক্রমন ও শ্রমিক সংকট দেখা দিয়েছে।প্রতিদিন ধানকাটা প্রত্যেক শ্রমিককে মজুরি দিতে হচ্ছে- ৭ থেকে ৮ টাকা । তার সাথে দুবেলা খাবার । এতে কৃষক হিমসিম খাচ্ছে । আয়ের চেয়ে ব্যয় হচ্ছে বেশী ।
উপজেলার মনোহরা গ্রামের কৃষক মোজাহার আলী জানা কয়েকদিন ধরে একটানা ভারি বৃষ্টির ফলে নদ -নদী ভরে গিয়ে মাঠে পানি প্রবেশ করে নিম্নাঞ্চলের ধান তলিয়ে যাচ্ছে । তার সাথে বৃহস্পতিবার রাতে অতি বৃষ্টি হওয়ায় আরও সমস্যা দেখা দিয়েছে বেশী । ধান কাটার জন্য শ্রমিক মিলছে না । দু-এক জন পাওয়া গেলেও ৭ থেকে ৮ শত টাকা ও তার সাথে দু বেলা খাবার দিতে হচ্ছে । এতে যে ধান পাওয়া যায় তাতে আয়ের চেয়ে ব্যয় হচ্ছে বেশী ।
উপজেলার মোহনপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রমজান আলী জানান বমস্পতিবার রাতে অতিবৃষ্টির ফলে নিম্নাঞ্চলের মাঠগুলো বৃষ্টির পানিতে ভরে গেছে । কিছু কিছু মাঠের ধান বাতাসে পড়ে গেছে । বর্তমানে ধান কাটা শ্রমিকের সংকট চলছে । শ্রমিকের অভাবে ধান খেতে থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২০/০৫/২০২২