উল্লাপাড়ার ফুলজোর নদী থেকে মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার
উল্লাপাড়া, প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার (২৩ অক্টোবর ) বিকালে চর সাতবাড়ীয়া গ্রামের পাশে ফুলজোর নদী থেকে মাথাবিহীন এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া থানা পুলিশ। লাশটি নদীতে অর্ধগলিত অবস্থায় ভাসছিল। লাশের পরিচয় জানা যায়নি। এর আগে নদীর উজান থেকে লাশটি কচুরিপানা বেষ্ঠিত অবস্থায় ভেসে আসে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক আসাদুল ইসলাম জানান, কয়েকদিন আগে গলাকেটে পুরুষ এক ব্যক্তিকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে তাদের ধারনা। লাশের বয়স ৪০ থেকে ৪৫ বছর বলে অনুমান করা হচ্ছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, লাশের পরিচয় জানার চেষ্টা চলছে । লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।