উল্লাপাড়ার চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ার চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী গণধর্ষণ মামলার ৪ আসামীর মধ্যে ২ আসামিকে পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ও মোঃ এনামুল হক(তদন্ত) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যদের নিয়ে পাবনা জেলার চাটমোহর থানার সহযোগিতায় চাটমোহর উপজেলার দাদকয়ড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আসামি মোঃ মাসুদ রানা (২০) ও মোঃ আব্দুল মাজেদ (২৩) কে গ্রেফতার করে ।
বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে সিরাজগজ্ঞ জেলে পাঠিয়ছেন।
উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের স্কুল শিক্ষার্থীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় ৭০ হাজার টাকা শিক্ষার্থীর কাছ থেকে চাঁদা নেয় ৪ ধর্ষক । পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে মেয়েটি দিতে অস্বীকার করলে তাকে কুপ্রস্তাব দেয় মামলার আসামি সিরাজগঞ্জ সদর থানার একঢালা গ্রামের আমির হোসেনের ছেলে ইমন সেখ। গত ২৭ আগষ্ট রাতে ওই শিক্ষার্থীকে পাশের বাড়ীর বাঁশ বাগানে ডেকে নিয়ে একই গ্রামের হোরমুজ প্রামাণিকের ছেলে রাকিব (২৮), বদিউজ্জামানের ছেলে মাসুদ রানা (২১) পর পর দুইবার ধর্ষণ করে। এ সময় ওই ধষনের অশ্লীল ভিডিও ধারণ করে আসামি মাসুদের ভাই আব্দুল মাজেদ (২৫)।
গত ৭ সেপ্টেম্বর শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৪ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় ধর্ষণ ও পর্ণগ্রাফী মামলা দায়ের করেন ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান বাকী দুই আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।