উল্লাপাড়ার কামরুন্নাহা আলো ২য় বার জেলা পরিষদ সদস্য নির্বাচিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ কামরুন্নাহার আলো ২য় বার সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ।
সোমবার সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় । এ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড গঠিত এবং ওই ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়েই সংরক্ষিত মহিলা ২ নং ওয়ার্ড গঠিত ।
সিরাজগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা ২ নং ওয়ার্ডের সদস্য পদে ৩ জন প্রার্থী মোছাঃ কামরিন্নাহার আলো, মোছাঃ পড়ি খাতুন ও মোছাঃ লিনা হক লুৎফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন । ১৭ অক্টোবরে প্রতিদ্বন্দ্বিতা মুলোক নির্বাচনে মোছাঃ কামরুন্নাহার আলো (ফুটবল মার্কা) ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সিরাজগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয় । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ পড়ি খাতুন(হরিণ মার্কা) পায় ১৫৯ ভোট । মোছাঃ কামরুন্নাহার আলো এর আগেও সিরাজগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন । সে উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি প্রয়াত মীর শহিদুল ইসলাম পুন্নুর সহধর্মিণী ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৭/১০/২০২২