উল্লাপাড়া সরকারি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি কলেজে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে একটি ৬ তালা একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । বুধবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ওই ৬ তালা একাডেমিক ভবন এর ভিত্তিপ্রস্তর স্হাপন করেন । এ সময় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের প্রফেসার এস এম ওহিদুদজামান, প্রফেসার আসহাদুল হক, সহকারি অধ্যাপক শামিম হাসান, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন ।
এছাড়াও একই সময়ে কলেজে বঙ্গবন্ধু স্কয়ার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন । এ উপলক্ষে ও মুজিব শতবর্ষ কে ঘিরে সমগ্র ক্যাম্পাস কে বর্ণাঢ্য রূপে সাজানো হয়েছে। কলেজটি সাঁজ সাঁজ রবে প্রস্ফুটিত হয়েছে। প্রতিটি ভবনে আলোক সজ্জার বাহারি রুপে সজ্জিত করা হয়েছে।