উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস ব্রীজ নির্মান কাজ শুরু হচ্ছে
উল্লাপাড়া প্রতিনিধীঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস ব্রীজ নির্মান কাজের লে- আউট দেওয়া হয়েছে । নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পুরাদমে ব্রীজ নির্মান কাজ শুরু হবে । উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস ব্রীজ নির্মান কাজ পেয়ছে মেসার্স মোঃ মঈন উদ্দিন (বাশী) । এ কাজ করার সম্পুর্ণ দায়িত্বে থাকবে এ্যারিটোক্রেটস প্রোপার্টিস লিঃ । মঙ্গলবার এ্যারিটোক্রেটস প্রোপার্টিস লিঃ এর প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ আলা উদ্দিন জনবল নিয়ে উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস ব্রীজ নির্মান কাজের লে- আউট দেন । এ সময় উল্লাপাড়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এস এম আব্দুল খালেক, সার্ভেয়ার মিসকাত ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মোঃ আব্দুস সালেক সংগে ছিলেন । উল্লাপাড়া রেল গেটে ট্রেন পারাপারের সময় সড়কে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয় । এ যানজট নিরশনের লক্ষ্যে রেল লাইনের উপর দিয়ে ওভার পাস ব্রীজ নির্মানে এলাকা বাসির দাবির প্রেক্ষিতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এর প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমামের সহযোগিতায় চলতি অর্থ বছরে একনেকের বৈঠকে ৯৩ কোটি টাকা ব্যয়ে এ্যাপ্রোজ সড়ক সহ উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস ব্রীজ নির্মান কাজের ডিপিপি পাস হয় । এর পর টেন্ডার প্রক্রিয়া শেষে ওভার পাস ব্রীজের নির্মান কাজ শুরু করতে যাচ্ছে মোঃ মঈন উদ্দিন (বাঁশী) ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের তত্ত্বাবধায়ক ঠিকাদারি প্রতিষ্ঠান এ্যারিটোক্রেটস প্রোপার্টিস লিঃ বলে জানা যায় ।