উল্লাপাড়া রাজমান ডিগ্রী কলেজের একাডেমিক ভবন ও উল্লাপাড়া-গয়হাট্রা সড়ক উদ্বোধন
মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
গ্রামকে শহরে রুপান্তরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে উল্লাপাড়া উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চল ডেলে সাজানোর কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রধান উপদেষ্টা জনাব এইচ টি ইমামের সুযোগ্য সন্তান ও উল্লাপাড়া- সলঙ্গা উন্নয়নের রুপকার জননেতা তানভীর ইমাম এমপি । এ লক্ষে রবিবার উপজেলার রাজমান ডিগ্রী কলেজে ২কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তালা বিশিষ্ট একাডেমিক ভবন, ৩৬ লাখ টাকা ব্যয়ে চরপাড়া সরকারি প্রাথমীক বিদ্যালয়ের ১ তালা একাডেমিক ভবন ও ৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে উল্লাপাড়া- গয়হাট্রা-৫ কিলো ১১৬ মিটার জিসি সড়ক উদ্বোধন করা হয়েছে । রবিবার বেলা ১১টায় এ নবনির্মিত ভবন উদ্বোধন করেন উল্লাপাড়া- সলঙ্গার মাটি ও মানুষের নেতা জননেতা জনাব তানভীর ইমাম এম.পি মোহদ্বয়। এর আগে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ তালা একাডেমিক ভবন ও উল্লাপাড়া-গয়হাট্রা- ৫ কিলো ১১৬ মিটার নবনির্মিত জিসি সড়ক উদ্বোধন করেন ।
এ উপলক্ষে রাজমান ডিগ্রী কলেজে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় । উদ্বোধনী সভায় অভিভাবক কমিটির সভাপতি এ্যাডঃ মারুফ বিন হাবিবের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন জনাব তানভীর ইমাম এমপি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও জলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না প্রমুখ ।