উল্লাপাড়ার প্রবাসী দুই ভাই করোনায় আক্রান্ত, ছোট ভাইয়ের মৃত্যু বড় ভাই হাসপাতালে
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকা প্রবাসী দুই ভাই এক সপ্তাহ আগে নিউয়ার্কের একটি হাসপাতালে ভর্তি হয় । দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই আবু জাফর(৬২) চিকিৎসাদিন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মারা যায়। বড় ভাই হযরত আলী(৭০) চিকিৎসাদিন অবস্থায় নিউয়ার্কের ওই হাসপালালে ভর্তি রয়েছেন । তাদের গ্রামের বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলায় ।
নিহত আবু জাফরের আত্মীয় উল্লাপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম জানান, ১৯৯২ সালে জাফর ডিভি লটারী পেয়ে আমেরিকায় চলে যান। সেখানে তিনি ব্যবসা করতেন। এক সপ্তাহ আগে জাফর করোনা রোগে আক্রান্ত হয়ে নিউয়ার্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার আমেরিকার নিউয়ার্কে তিনি মারা যান। একই সঙ্গে তার ভাই হযরত আলীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃত্যুকালে জাফর মা, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জাফরের মৃত্যুর সংবাদ পেয়ে দেশের বাড়ি শ্রীকোলায় শোকের ছায়া নেমে আসে।