উল্লাপাড়ার টাইটনিক বিক্রি হয়েছে ১৭ লাখ টাকায়
উল্লাপাড়া প্রতিনিধিঃ
ঈদ-উল-আযহার আর মাত্র বাকী ৪ দিন । ঈদকে সামনে রেখে উল্লাপাড়ার কোরবানির পশুর হাটগুলোতে এখন জমজমাট কেনাবেচা চলছে। উপজেলার গ্যাসলাইন, বড়হর, জনতা, বোয়ালিয়া, কয়ড়া এবং সলংগা পশুর হাটে যেমন কোরবানি পশু উঠছে তেমনি রয়েছে এর ক্রেতা। কোরবানির পশুর হাটের ইজারাদাররা কোরবানি উপলক্ষে দ্বিগুণ খাজনা আদায় করছে ।
শনিবার উল্লাপাড়ায় টাইটনিক নামের ১৬০০ কেজি ওজনের একটি অস্ট্রেলিয়ান জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গরু ১৭ লাখ টাকায় এবং পাকিস্তানি শাইওয়াল জাতের আরও দুটি গরু ২৪ লাখ টাকায় বিক্রি করেছেন উপজেলার কয়ড়া গ্রমের গরু ব্যবসায়ী মোঃ রঞ্জু ইসলাম । গরু ৩ টি তার খামার থেকে ক্রয় করেছেন ঢাকার ব্যবসায়ীরা ।
মোঃ রঞ্জু ইসলাম জানান, তিনি উল্লিখিত দু’টি জাতের ১৬টি গরু দু’বছর আগে কিনে এতদিন প্রতিপালন করে আসছেন। এর মধ্যে টাইটনিক নামের ১৬০০ কেজি ওজনের ১টি গরু তিনি বিক্রি করেছেন ১৭ লাখ টাকায় আরো দুটি বিক্রি করেছেন ২৪ লাখ টাকায় । এখন তার খামারে শাইওয়াল জাতের ১৩টি গরু রয়েছে। তবে এগুলোর মধ্যে কালামানিক নামের ১৫০০ কেজি ওজনের প্রায় ৪০ লাখ টাকা মূল্যের দুটি গরু আজ ঢাকার গাবতলি হাটে তোলা হয়েছে । আসা করছি ঈদের আগে ওই ২ টি গরু সহ বাকী গরুগুলো বিক্রি হয়ে যাবে ।
উল্লাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন চন্দ্র দেবনাথ সর্বোচ্চ দামে মোঃ রঞ্জু ইসলামের গরু বিক্রির বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লাপাড়ায় এ বছর কোরবানীর জন্য প্রায় ৫৯ হাজার ৩ শ ৮০ টি গরু প্রস্তুত রয়েছে। তবে এ বছর কোরবানীর গরুর চাহিদা রয়েছে ৪১ হাজার ২৫০ টি । সেক্ষেত্রে প্রায় ৯ হাজার গরু অতিরিক্ত সংরক্ষিত রয়েছে। ডাঃ স্বপন চন্দ্র দেবনাথ আরো জানান, অনেক গরু বিক্রেতা তাদের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এখনও গরুগুলো হাটে তুলে আবার ফিরিয়ে নিয়ে আসছেন।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৫/০৬/২০২৩