উল্লাপাড়ায় ৬ বছর ধরে পাঠ দান বন্ধ ধ্বংস স্তুপে প্রাথমিক বিদ্যালয়
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ছোট বাখুয়া গ্রামে স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠা প্রাথমিক বিদ্যালয়টি গত ৬ বছর ধরে পাঠ দান বন্ধ । ধ্বংস স্তুপে পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়টি । সরকারী কোনো অনুদান না পাওয়ায় বন্ধ থাকা বিদ্যালয়টি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে । টিনের চাল ভেঙে পড়ছে, বেড়াগুলো ক্ষয়ে গেছে, আর চারপাশে শুধু ধ্বংসের চিহ্ন।
ওই গ্রাম থেকে পার্শ্ববর্তী স্কুলের দূরত্ব প্রায় ২/৩ কিলোমিটার হওয়ায় ছেলে-মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে স্থানিয়দের সম্মিলিত উদ্যোগে ২০০৮ সালে ছোট বাখুয়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । প্রথমেই চারজন শিক্ষক নিয়ে শুরু হয় পাঠদান । ওই গ্রামের কারিগর পাড়া, মিস্ত্রী পাড়া ও মিল পাড়ার শিক্ষার্থীরা নিয়মিত এই বিদ্যালয়ে যাওয়া শুরু করে । উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে বই সরবরাহ করাও হতো ওই বিদ্যায়টিতে । শেষ ২০১২ সাল পর্যন্ত বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ।
গত ২০১২ সালে রেজিস্ট্রেশন ও জাতীয়করণের জন্য আবেদন করা হলেও তা আর বাস্তবায়িত হয়নি । ফলে বিদ্যালয়টি ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়ে এবং গত ছয় বছর ধরে সম্পূর্ণভাবে বিদ্যালয়ে পাঠ দান বন্ধ রয়েছে । ওই স্কুল বন্ধ থাকায় ছোট বাখুয়া গ্রামে প্রায় দুই হাজার পরিবার বসবাস করে এবং প্রায় পাঁচ হাজার ভোটার রয়েছে । ওই স্কুল বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের দশটি পাড়ার মধ্যে মিল পাড়া, ফকির পাড়া, ডাক্তার পাড়া, কারিগর পাড়া ও মিস্ত্রী পাড়ার ছেলে-মেয়েরা প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূরত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত শিশুদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে ।
এক সময়ের প্রাণচঞ্চল এই বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী অকালে ঝড়ে পরছে । মিল পাড়া, ফকির পাড়া ও ডাক্তার পাড়ার শিশুদের কেউ কেউ পাশের নাগরৌহা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আর কারিগর পাড়া ও মিস্ত্রী পাড়ার শিশুরা ২ কিলোমিটার দূরে বাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান নিচ্ছে । মিল পাড়ায় একটি কেজি স্কুল চালু হলেও অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী সেখানে লেখা-পড়া করতে না পাড়ায় অনেক মেধাবী শিক্ষার্থী অকালে ঝড়ে পরছে ।
এলাকাবাসীর দাবি, বিদ্যালয়টি পুনরায় চালু করা হলে গ্রামের শিশুরা আবার শিক্ষার আলো ফিরিয়ে পাবে । অকালে শিক্ষা গ্রহনে ঝড়ে পড়া থেকে শুশুরা রক্ষা পাবে ।
উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, “বিদ্যালয়বিহীন গ্রামে নতুন বিদ্যালয় স্থাপনের সুযোগ রয়েছে। তবে সরকারের নীতিমালার বাইরে গিয়ে নতুন করে বিদ্যালয় খোলার নিয়ম নেই।”
স্থানীয়রা মনে করেন, সরকারি সহযোগিতা পেলে বা উপযুক্ত নজরদারির মাধ্যমে পুরনো এ উদ্যোগ আবারো শিশুদের শিক্ষার আলো ছড়াতে পারে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৩/০৫/২০২৫