উল্লাপাড়ায় ৫ জুয়াড়িকে ১মাসের কারাদন্ড, অর্ধ লক্ষাধিক টাকা জব্দ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলায় জুয়া (বাজি) ধরার অপরাধে ৫ জুয়াড়িকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ ৫৩ হাজার ৪২৫ টাকা ও কয়েকটি মুঠোফোন জব্দ করে তা বাজেপ্রাপ্ত করা হয়েছে। অপর আরো ২ জুয়াড়ি কলেজ ছাত্র হওয়ায় তাদের ২’শ টাকা করে অর্থদন্ডসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে উল্লাপাড়া পৌরশহরের কাওয়াক বাসস্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের বিচারক উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলো- উল্লাপাড়া পৌরশহরের কাওয়াক মহল্লার রবিউল ইসলামের ছেলে আলহাজ আলী, আমজাদ আলীর ছেলে নুরনবী, নাজমুল সরকারের ছেলে শাহীন আলম, তোফাজ্জল হোসেনের ছেলে নিউটন ও রফিকুল ইসলামের ছেলে সানাউল্লাহ। সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ওই মহল্লায় বিপিএল খেলায় টেলিভিশন লাগিয়ে একটি স্টলে প্রকাশ্যসহ মুঠোফোনে লাখ লাখ টাকার জুয়া (বাজি) খেলে আসছিল।