উল্লাপাড়ায় ৩ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার ও পুরিয়ে ধ্বংস
উল্লাপাড়া প্রতিনিধিঃ
মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলা মৎস বিভাগ করতোয়া নদীতে অভিযান চালিয়ে ৪০ টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১০টি কারেন্ট জাল উদ্ধার করে। উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় সিনিয়র মৎস কর্মর্কতা আতাউর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। উদ্ধার করা জালের মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে এসব জাল উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।
সিনিয়র মৎস কর্মকর্তা আতাউর রহমান জানান, বেশ কিছুদিন ধরে করতোয়া নদীতে স্থানীয় লোকজন অবৈধ জাল দিয়ে নিষিদ্ধ পোনা মাছ ধরে বাজারে বিক্রি করে আসছিলেন বলে তাদের কাছে অভিযোগ আসে। এর প্রেক্ষিতে ঘাটিনা রেল সেতু থেকে চরসাতবাড়ীয়া গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার অংশে অবৈধ জাল উদ্ধারে অভিযান চালানো হয়। এসব জালের মূল্য প্রায় ৩ লাখ টাকা।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০২/০৫/২০২৩