উল্লাপাড়ায় স্বাধীনতা দিবস ও মুজিব বর্ষ উদযাপনে নোবেল ও কনার সংগীতানুষ্ঠান
উল্লাপাড়া প্রতিনিধি ঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিব বর্ষেকে স্বরণীয় করে রাখতে স্বাধীনতা দিবস ও মজিব বর্ষের ২৭ মার্চ জাঁকজমকপূর্ণ ও ব্যতিক্রমী করতে দু’দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে । ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসুচি পালন করার পর ২৭ শে মার্চ সন্ধায় বর্তমানে দু-বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এ ব্যতিক্রমী কর্মসুচির আয়োজনের রুপকার উল্লাপাড়ার গনমানুষের নেতা ও উন্নয়নের রুপকার জনাব তানভীর ইমাম এমপি ।
এ উপলক্ষে গানের জগতের বর্তমান সময়ের আলোচিত ও দু’ বাংলার জনপ্রিয় শিল্পী নোবেল এবং গানের জগতের আর এক আলোচিত শিল্পী দিলশাদ নাহার কনা সহ আরো জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে কণসার্ট।
দু’বাংলায় জনপ্রিয়তার শীর্ষে নোবেল বাংলাদেশে প্রথম মঞ্চ মাতাবেন ২৭ শে মার্চ উল্লাপাড়ায়। এছাড়া দিলশাদ নাহার কনা উত্তর জনপদে প্রথম মঞ্চ মাতাতে আসবেন । এ দুই জনপ্রিয় শিল্পী । সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম মহোদয়ের আমন্ত্রণে আসছেন । তাঁর আমন্ত্রণে অন্যান্য শিল্পীরাও এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে সন্মত হয়েছেন। উল্লাপাড়ায় এই প্রথম কোন অনুষ্ঠান টিভি চ্যানেল মাছরাঙ্গা সরাসরি সমগ্র অনুষ্ঠান সম্প্রচার করতে চুক্তিবদ্ধ হয়েছে । স্বাধীনতা দিবস ও মজিব বর্ষকে ব্যাপক ভাবে এ কর্মসূচি সফল করে তুলতে তানভীর ইমাম এমপি মহোদয় শনিবার ও রবিবার স্থানীয় নেতা- কর্মীদের সাথে মত বিনিময় করবেন।
স্বাধীনতা দিবস ও মুজিব বর্ষকে সাফল্যমন্ডিত করতে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক তৎপরতা শুরু করেছেন। সাংস্কৃতিক সন্ধায় প্রায় দু’ লক্ষাধিক মানুষের উপস্হিত করার পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক প্রচারণার ব্যবস্হা নেয়া হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি দেশ- বিদেশের কোটি দর্শকের মন জয় করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।