উল্লাপাড়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
শুক্রবার বেলা ১০ টায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মতবিনিময় সভার প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের প্রফেসর মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মার্চেন্টস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২০/১০/২০২৩