উল্লাপাড়ায় সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার বিরোধী বিট পুলিশিং সমাবেশ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার, সাইবার বুলিং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং বিরোধী” বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। পঞ্চক্রোশী ইউনিয়নের ৯৫ নম্বর বিট কমিটি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার, সাইবার বুলিং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং বিরোধী বক্তব্য রাখেন বক্তাগণ।
পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল ইসলাম, উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, আমাদের সময় পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম প্রমুখ। বিট পুলিশিং সমাবেশে এলাকার নির্যাতিত- নিপীড়িত ভুক্তভোগী নানা পেশার নারী-পুরুষ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।