উল্লাপাড়ায় সাংবাদিকদের সাথে মাওলানা রফিকুল ইসলাম খানের মাতবিনিময়
উল্লাপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, শনিবার বিকেল ৪ টায় উল্লাপাড়া প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে দেশের বিদ্যমান পরিস্হিতি, দেশ ও জাতি গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মতবিনিময় সভা করেন। এসময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরসহ উল্লাপাড়া সলঙ্গার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।
তিনি সামগ্রীক উন্নয়নের মাধ্যমে উল্লাপাড়াকে এগিয়ে নেয়ার আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে শুধু জামায়াতের এমপি নয় সমগ্র উল্লাপাড়াবাসীর এমপি হবো। এছাড়া উল্লাপাড়াসহ উত্তরাঞ্চলবাসী আমার সাথে দেখা করতে কোন প্রটোকল লাগবে না৷ আমি সাধারন মানুষের হয়ে কাজ করতে চাই।
মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আঃ বারী, পৌর জামায়াতের আমির আব্দুল করিম, উপজেলা জাায়াতের কর্ম পরিষোদ সদস্য রফিকুল ইসলাম প্রধান,জামায়াতের যুব বিভাগের উল্লাপাড়া উপজেলা সভাপতি আতাউর রহমান ও সেক্রেটার আল আমিন হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
৩০/০৩/২০২৫