উল্লাপাড়ায় সরকারী নীতিমালা অমন্য করে টাকার পরিবর্তে কৃষকের কাছ থকে ধান নেওয়ার অভিযোগ
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড় থেকেঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বরেন্দ্র প্রকল্পের আওতার মধ্যে বসানো অগভীর নলকূপের মালিক পক্ষের সাথে কৃষকদের বোরো ধান চাষের জমিতে সেচ বাবদ টাকার অঙ্গীকার নামা অমান্য করে টাকার বদলে কৃষকদের কাছ থেকে ধান নিচ্ছে বলে কৃষকদের পক্ষ থেকে এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
লিখিত অভিযোগ ও কৃষকদের কাছ থেকে জানা যায় , উপজেলার উধুনিয়া ইউনিয়নের বেতকান্দি মৌজায় বরেন্দ্র প্রকল্পের মধ্যে গত তিন বছর আগে উল্লাপাড়া উপজেলা বিএডিসি অনুমোদিত বোরো ধান চাষে সেচ দিতে একটি অগভীর নলকূপ বসানো হয় । প্রথম বছরে অগভীর নলকুপের মালিক পক্ষ সেচ খরচ বাবদ নগত টাকার পরিবর্তে ক্ষেতের ধানের ৫ ভাগের এক ভাগ অংশ নেয় ।
এ বিষয়টি নিয়ে ওই সময় সুবৈদ্য মরিচ ও কমল মরিচ গ্রামের কৃষকেরা উল্লাপাড়া উপজেলা সেচ কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সেচ কমিটি উভয় পক্ষকে ডেকে সরকারী নিতিমালা অনুযায়ী কৃষকের কাছ থেকে নগদ টাকা নেওয়ার জন্য ৩ শত টাকা মুল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অগভীর নলকুপের মালিকদের কাছ থেকে লিখিত একটি অঙ্গীকার নামা করে নেওয়া হয় । অঙ্গীকার নামা অনুযায়ী গত দুবছর সেচের মূল্য হিসেবে নগদ টাকা নেওয়া হয়েছে । চলতি বোরো চাষ মৌষুমে ওই অগভীর নলকূপের আওতায় প্রায় একশো বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে । সুবৈদ্য মরিচ ও কমল মরিচ গ্রামের কৃষকদের জমি ওই অগভীর নলকূপের আওতায় ৷ বর্তমানে ধান কাটা শুরু হলে অগভীর নলকূপের মালিক পক্ষ সরকারী নীতিমালা ও অঙ্গীকার নামা অমান্য করে কৃষকদের কাছ থেকে জমির বোরে ধানে পাঁচ ভাগের মধ্য থেকে এক ভাগ আদায় করছে ৷ এনিয়ে কৃষক ও মালিক পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে । এ
বিষয়টি নিয়ে গত ১৮ মে কৃষকদের পক্ষে কৃষক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । এতে প্রায় পয়ত্রিশ জন কৃষক স্বাক্ষর করেছে বলে জানা গেছে। কৃষক মোঃ জাহাঙ্গীর হোসেন ও নুর ইসলাম জানান, অগভীর নলকূপটির আওতায় সুবৈদ্য মরিচ ও কমল মরিচ গ্রামের কৃষকেরা প্রায় একশো বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন ।
বর্তমানে ধান কাটা শুরু হলে অগভীর নলকুপের মালীক পক্ষ সেচের মূল্য বাবদ টাকার পরিবর্তে জমির ধানের ৫ ভাগের এক ভাগ দাবী করছে । এই নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে । অগভীর নলকূপটির মালিক পক্ষের মোঃ আমজাদ হোসেন টাকার বদলে কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার কথা স্বীকার করে বলেন, অগভীর নলকূপটির লাইসেন্স মোঃ আব্দুর রাজ্জাকের নামে এবং তার ছেলে শহিদুল ইসলাম মাঠের সবকিছু দেখে থাকে। তবে মোঃ আব্দুর রাজ্জাকের বক্তব্য পাওয়া যায়নি ।
বিএডিসি ( ক্ষুদ্র সেচ) উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী মোঃ জাহিদ হাসান বলেন, অভিযোগটি এখনো পাইনি । তবে পেলে বিষয়টি সরেজমিনে তদন্ত করে উপজেলা সেচ কমিটির সভাপতির কাছে প্রতিবেদন দাখিল করা হবে। সেই সাথে অগভীর নলকুপটি যদি বরেন্দ্র প্রকল্পের মধ্যে পড়ে তা হলে লাইসেন্স বাতিলের জন্যেও সুপারিশ করা হবে ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্তের জন্য বিএডিসির উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী মোঃ জাহিদ হাসানকে দায়ীত্ব দেওয়া হয়েছে । তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে ।