উল্লাপাড়ায় সড়ক মেরসমতে দুর্ভোগ দুর হচ্ছে তিন ইউনিয়ন বাসীর
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকে ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিমাঞ্চলের তিনটি ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের চলাচলে দুর্ভোগের উল্লাপাড়া -পূর্ণিমাগাঁতী-তাড়াশ সড়ক মেরামতের মাধ্যমে আলোর মুখ দেখছে । ঘুচে যাবে তাদের দুর্দশা, সহজ হবে যাতায়াত ।
সিরাজগঞ্জ সড়ক বিভাগের অধিনে উল্লাপাড়া- পূর্ণিমাগাঁতী-তাড়াশ জেলা সড়কের বাঙ্গালা হতে ধরাইল বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার পাকা সড়ক পর পর দুটি বন্যার পানির স্রোত ও ঢেউয়ের আঘাতে ভেঙে খানাখন্দে ভরে যায় । এতে করে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পরে । পায়ে হেটে চলাও দুসাদ্য হয়ে পরে ।
বিষয়টি এলাকা বাসী স্থানীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমামকে অবহিত করলে তিনি সড়কটি দ্রুত মেরামতের জন্য সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিককে নির্দেশ দেন । এমপির নির্দেশনায় সড়কটি পুনঃ নির্মানের উদ্যোগ নেয় সিরাজগঞ্জ সড়ক বিভাগ । ইতিমধ্যেই সড়কটি পুনঃ নির্মানের জন্য প্রায় ৫০ লাখ টাকার দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে । দরপত্র প্রক্রিয়া শেষ হলে সড়কটির মেরামতের কাজ শুরু হবে ।
এ ব্যাপারে উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মনছুর রহমান জানান সড়কটি পুনঃ নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে । ইতিমধ্যেই ৫০ লাখ টাকার দরপত্র আহবান করা হয়েছে । দরপত্র প্রক্রিয়া শেষে কাজ শুরু করা হবে ।