উল্লাপাড়া

উল্লাপাড়ায় সড়ক নির্মাণে ৪ মাস পার নাহতেই ধ্বসে যাচ্ছে ২ টি সড়ক

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ

নির্মাণের ৪ মাস পার না হতেই লাগাতার বৃষ্টি পাতের ফলে ধ্বসে যাচ্ছে দুুটি সড়ক- পাট বন্দর-বেতবাড়ী পূর্বসাতবাড়ীয়া সড়ক ও বালশাবড়ি-মনোহরা-রাজমান সড়ক । ইতোমধ্যেই পাটবন্দর-বোতবাড়ি সড়কের রামকান্তপুর গ্রামের মধ্য স্থানে সড়কের অনেক অংশ ধ্বসে গেছে এবং অনেক অংশ পাশের খালে ডেবে গেছে এবং অপরদিকে বালশাবাড়ি- রাজমান সড়কের মনোহরা দাখিল মাদ্রাসার হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক ধ্বসে গেছে । এছাড়াও এ সড়কের বিভিন্ন স্থানে খানা খন্দে ভরপুর হয়ে গেছে । স্থানীয় সরকার প্রকৌলশ অধিদপ্তরের উল্লাপাড়া অফিস রাস্তা দুটির নির্মান কাজের তদারকি করেছেন ।
নতুন সড়ক নির্মান বা সংস্কারের জন্য সড়কের প্রাক্কলন তৈরীর সময় সড়কের দু’পার্শ্বের ভাঙ্গন কবলিত স্থান গুলো সঠিকভাবে চিহ্নিত করে প্লাসাইটিং বা গাঁইট অওয়াল এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় তাদের এই অপরিকল্পিত প্রাক্কলন তৈরির কারণে অল্প বৃষ্টিতেই সড়ক গুলো ধ্বসে পড়ে । এতে যেমন সরকারের অর্থ নষ্ট হচ্ছে তেমনি সড়ক ধ্বসে বা ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে চরম ঝুঁকির মধ্য দিয়ে এলাকা বাসির যেতে হচ্ছে । এ অবস্থায় অবিলম্বে সড়ক দু’টি মেরামতের ব্যবস্থা না নেওয়া হলে পুরো সড়কের অর্থই পানিতে ডুবে যাবে।

উক্ত সড়ক দু’টি দিয়ে চলাচলকারী মনোহরা গ্রামের- আব্দুল হামিদ, বালশাবাড়ি গ্রামের মোঃ ফয়জাল হোসেন জানান প্রায় ৪ মাস আগে প্রায় ৬ কিলোমিটার বালশাবাড়ি- রাজমান সড়ক মেরামত করা হয়েছে । এই সড়কের অপরিকল্পিত প্রাক্কলন তৈরি করার কারণে অল্প বৃষ্টিতেই সড়ক ধ্বসে যাচ্ছে । বেতবাড়ী গ্রামের আলমগীর হোসেন, সাতবাড়ীয়া গ্রামের সাকিব হোসেন, ভ্যান চালক  সুমন হোসেন জানান, পাট বন্দর-বেতবাড়ী পূর্বসাতবাড়িয়া সড়কটির প্রায় ১ কিলোমিটার অংশ পাকা করা হয় ।
এই সড়ক দু’টি পাকা করার জন্য ওই এলকার হাজারও মানুষ র্দীঘদিন ধরে দাবি জানিয়ে এসেছেন । সড়ক দু’টি নির্মানের সময় যথাযথ পরিকল্পনা করা হয়নি এবং নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছে । ফলে যে সব স্থানে জলাসয় রয়েছে সে সব স্থান এখন অল্প বৃষ্টিতেই ভেঙ্গে যাচ্ছে । অথচ এই সড়ক পাকা করা হলেও তা রক্ষা করা যাচ্ছে না । তারা অবিলম্বে সঠিক পরিকল্পনার মাধ্যমে সড়ক দু’টি সংস্কার করার দাবি জানিয়েছেন ।  

উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ ইসলাম জানান, এ বছর প্রবল বৃষ্টির কারণে প্রাকৃতিকভাবেই তাদের বিভিন্ন সড়ক ভেঙ্গে গেছে বা ক্ষতিগ্রস্থ হয়েছে । যেহেতু সড়ক নির্মানে মেয়াদ শেষ হয়নি জামানত জমা রয়য়েছে সেহোতু উক্ত সড়ক দু’টির ভেঙ্গে যাওয়া অংশ তিনি নিজে গিয়ে পরিদর্শন করে ঠিকাদারদের দ্বারা পুঃন নির্মান কাজ করে নেয়া হবে ।


মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৭/১০/২০২৫