উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১
উল্লাপাড়া প্রতিনিধিঃমোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নগরবাড়ি-বগুড়া মহা সড়কের উল্লাপাড়া বাইপাস সড়কের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোরে রাস্তা পার হবার সময় শহিদুল্লাহ মিয়া(৭৫) নামের এক পথচারি হোন্ডার দাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় । পথচারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় । দুর্ঘটনার পর পরই হোন্ডার চালক হোন্ডা ফেলে রেখে পালিয়ে যায় । নিহত শহিদুল্লাহ মিয়া, উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামের মৃত্যু -শমসের আলীর ছেলে ।
উল্লাপাড়া মডেল থানার উপ- পরিদর্শক শওকত হাসান সড়ক দুর্ঘটনায় শহিদুল্লাহ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।