উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ঔষধ কম্পানির রিপ্রেজেনটেটিভ নিহত- মানববন্ধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া বাস স্টয়ান্ডে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ঔষধ কম্পানির রিপ্রেজেনটেটিভ নিহত হয় । এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার ১১ টার দিকে উল্লাপাড়ার ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন(ফারিয়া) উল্লাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে । প্রত্যক্ষ দর্শীরা জানায় শনিবার রাত পোনে নয়টার দিকে কর্মরত অবস্থায় উল্লাপাড়া মধ্যপাড়া জামে মসজিদে নামাজ পড়ে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ঢাকা গামী সিলভার লাইন নামের বাসটি বেপরোয়া ভাবে রংসাইড দিয়ে যাবার পথে, দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর উল্লাপাড়ার রিপ্রেজেনটেটিভ হাসিনুর রহমান টুটুল(৪৫)কে চাপা দেয় । সে ঘটনা স্থলেই মারা যায় । নিহত হাসিনুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার গুয়াখড়া গ্রামের আলহাজ্ব মোঃ আবুল কাশেমের ছেলে ।
এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার ১১ টার দিকে ফারিয়ার উদ্যোগে উল্লাপাড়া, শাহজাদপুর ও তাড়াশের প্রায় এক শত বিভিন্ন ঔষধ কম্পানির রিপ্রেজেনটেটিভরা উল্লাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে । এ সময় তারা সিলভার লাইন বাস সহ চালক-হেলপারকে অতি দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি সম্মিলিত প্লেকার্ড প্রদর্শণ করে । মানববন্ধন শেষে তারা নিহত হাসিনুর রহমানের সুষ্ঠ বিচারের দাবিতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন ।