উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামে শোকের মাতম বিয়ের বছর না ঘুরতেই বিধবা হলেন গর্ভবতী খাদিজা

 উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত রোববারের সড়ক দুর্ঘটনায় বজ্রাপুর গ্রামের একই পরিবারের তিনজন ও কয়ড়া কৃষ্টপুর গ্রামের চারজনের নিহতের ঘটনায় গ্রাম দু’টিতে চলছে শোকের মাতম।  বজ্রাপুর গ্রামের খাদিজা বিয়ের এক বছরের মধ্যে স্বামীর অকালমৃত্যুতে বিধবা হলো। সে এখন আট মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী আল-আমিনের আর সন্তানের মুখ দেখা হলো না। নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বোয়ালিয়ায় বাস ও লেগুনার মুখোমুুখি সংঘর্ষে নিহতের সংখ্যা এখন মোট এগারো জন। গরু কেনার মোটা অঙ্কের টাকা দুর্ঘটনাস্থল থেকে লুটপাট হয়ে গেছে।  গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটায় বজ্রাপুর গ্রামে সরেজমিনে গিয়ে নিহতদের পরিবারসহ গ্রামের সবার মধ্যে শোক দেখা গেছে। দুর্ঘটনায় বজ্রাপুরের মৃত আবু হানিফের দুই ছেলে শেখ সাদি (৫৫) ও আবু সিদ্দিক (৩৮) ঘটনাস্থলে নিহত হন। রোববার রাত ১১টার দিকে তাদের জানাজা শেষে বজ্রাপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার শেখ সাদির ছেলে আল-আমিনকে সকাল ১০টায় একই কবরস্থানে দাফন করা হয়েছে। সে ওই দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাতে মারা যান। ওরা তিনজনই ঈদ উপলক্ষে গরু কিনতে বোয়লিয়া হাটে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন। নিহত আল আমিন গ্রামেই একটি মনোহারি দোকান চালাতেন। এক বছর আগে সে বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের খাদিজাকে বিয়ে করেন। এদিকে আল-আমিনের বাবা শেখ সাদি কৃষক ও চাচা আবু সিদ্দিক ভ্যানচালক ছিলেন। আল আমিনের পরিবারে এখন আর উপার্জনক্ষম কোনো পুরুষই রইল না। এদিকে গৃহবধূ খাদিজা স্বামীর অকালমৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন। তার পেটে আট মাসের সন্তান। গ্রামের সবাই তাকে পেটের সন্তানের কথা চিন্তা করে বিভিন্নভাবে সান্ত¦না দিচ্ছেন। অন্যদিকে কয়ড়া কৃষ্টপুর গ্রামের নিহত চারজনকে রোববার রাতে একই সঙ্গে জানাজার পর একই কবরস্থানে দাফন করা হয়েছে। তারা হলো নুরুল ইসলাম (৪৫); জুলমত জয়েন (৪৫); ফজলুল হক (৩৫); মোহাম্মদ আলী (৪০)। বোয়লিয়া হাটে ঈদ উপলক্ষে গরু কিনতে যাওয়ার পথে একই দুর্ঘটনায় তারা নিহত হন। সরেজমিনে গিয়ে জানা যায়, ঈদ উপলক্ষে গরু কিনে মাংস ভাগাভাগি করে নিতে কয়ড়া কৃষ্টপুর গ্রামে ৬৬ জন মিলে মাসিক টাকা জমা করেছিলেন। এ টাকা নিয়েই গরু কিনতে যাওয়ার পথে তারা নিহত হন। প্রসঙ্গত, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার দুপুর পোনে ১টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বোয়ালিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থানেই লেগুনাচালকসহ ১০ জন নিহত হন। পরে নিহত হন আরো একজন। ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস কোচ (ঢাকা মেট্রো-ব ১৪-৭৮৩৭) ও হাটিকুমরুলগামী লেগুনার (রাজশাহী মেট্রো-ছ-১১-০২৪১) মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাকিরা উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। নিহত বাকি চারজন হলেন তারাবাড়িয়া গ্রামের আবদুল বারী (৪৫), ফেউকান্দি গ্রামের আবদুল মান্নান (৫০), চড়িয়া উত্তরপাড়ার আবদুল গফুর (৪৯) ও লেগুনা চালক পাগলা উত্তরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে রেজাউল করিম (৩২)।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.