উল্লাপাড়ায় লাইভ ভেরিফিকেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতা পাওয়া উপকার ভোগিদের লাইভ ভেরিফিকেশন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উল্লাপাড়া উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে দশটায় পৌরসভা ও উল্লাপাড়া সদর ইউনিয়নের উপকারভোগি বয়স্ক , বিধবা ও প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। এ মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল মোতালিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু , পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম শাহ আলম , শহিদুল ইসলাম , জাহিদুজ্জামান কাকন প্রমুখ । উল্লাপাড়া পৌরসভা ও উল্লাপাড়া সদর ইউনিয়নে ভাতা পাওয়া উপকারভোগি সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার বলে জানা গেছে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
৩০/০৯/২০২৩