উল্লাপাড়ায় লকডাউনের বিধিনিষেধ না মানায় ১৮ জনকে অর্থদন্ড
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলমান লকডাউনের ৫ম দিন সোমবার উল্লাপাড়া পৌর বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় চলাচল ও দোকানপাঠ খোলার অপরাধে ১৮ জন পথচারী ও দোকান মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এ মামলায় তাদেরকে অর্থ দন্ড করা হয় । এরা এ সময় ৪ হাজার ৬৫০ টাকা অর্থদন্ড প্রদান করে ।
ভ্রাম্যমা আদালতের বিচারক ছিলেন উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান । আদালত পরিচালনার সময় বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও যুবককে কিছু সময়ের জন্য রাস্তায় দাঁড় করিয়ে রেখে সর্তক করে দেন ।