উল্লাপাড়ায় রাতের অন্ধকারে অটো ভ্যান ও ট্রান্সফর্মার চুরি হচ্ছে
উল্লাপাড়া প্রতিনিধিঃ
প্রতি রাতেই হচ্ছে চুরি । চোরেরা সুকৌশলে ঘরের দরজা-জানালা ভেঙ্গে ঘরে ডুকে নগত টাকা-পয়সা, স্বর্ণালংকার, টিভি, দামি মোবাইল ফোন, ঘড়ি সহ আসবাবপত্র চুরি করে নিয়ে যাচ্ছে । সব হারিয়ে সর্বশ্রান্ত হচ্ছে গ্রামের মানুষ । চুরি করে নিয়ে যাচ্ছেন গরিবের উপার্জনের একমাত্র অটো ভ্যান । চোরের হাত থেকে রক্ষা পাচ্ছে না পল্লীবিদ্যুতের সেচের ট্রান্সফরমার । এ বিষয়ে থানায় অভিযোগ করেও প্রতিকার পান্নাই গ্রামবাসীরা । গত দু’মাস ধরে ঘটনাটি ঘটছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে । তাই প্রতি রাতে চোর আতঙ্কে ভুগছে গ্রামবাসী । পুলিশ কর্মকর্তারা বলছেন ভিট পুলিশের মাধ্যমে সচেতন করা হচ্ছে গ্রামবাসীকে ।
গত দু’মাস আগে উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা গ্রামের মীর মুরাদ হোসেন, সুমন খান, কাবুল খান ও ফারুক খান এর বাড়ির ঘরের দরজা-জানালা ভেঙ্গে ঘরে ডুকে নগত টাকা-পয়সা, স্বর্ণালংকার, টিভি, দামি মোবাইল ফোন, ঘড়ি সহ আসবাবপত্র চুরি করে নিয়ে যায় । উল্লাপাড়া পৌর এলাকার সিএনবি সংলগ্ন শামীম হাসান এর তেল মিলের দরজা ভেঙ্গে ২৬ বস্তা সরিষা চুরি করে নিয়ে যায় । এ বিষয়ে শামীম হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেও প্রতিকার পায়নি ।
ঘন কুয়াশার সুযোগে উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী ও উল্লাপাড়া পৌর এলাকার সিংহগাঁতী গ্রামে গত ১৫ দিনের মধ্যে গরিবের উপার্জনের একমাত্র ভরসা ১০টা অটো ভ্যান চুরি হয়েছে । গাড়লগাঁতী গ্রামের আবছার আলী, শাহাদাৎ হোসেন, শামসুল আলম জানান তাদের সহ দুটি গ্রাম থেকে ১০টি অটো ভ্যান চুরি হয়ে গেছে । থানায় চোরের নাম নির্দিষ্ট করে মৌখিক অভিযোগ দিলেও তাকে গ্রেফতার করছে না পুলিশ । পুলিশ কর্মকর্তারা বলছেন চোরকে এলাকায় পওয়া যাচ্ছে না । প্রতিদিন চোর আত্ঙ্কে ভুগছে গ্রামবাসী । একমাত্র উপার্জনের ভরসা অটোভ্যান হাড়িয়ে টাকার অভাবে আর একটি কিনতে না পাড়ায় তারা স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ।
উল্লাপাড়া উপজেলার গ্রামাঞ্চলের মাঠ থেকে কৃষকদের সেচের ট্রান্সফর্মার চুরি হয়ে যাচ্ছে। গত ১ সপ্তাহে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইন থেকে বড়হর ইউনিয়নের বড়হর গ্রাম থেকে ৩ টি ও পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর, রাঘববাড়ীয়া, বেতবাড়ী, রামকান্তপুর, বনবাড়ীয়া, বন্যাকান্দি, বেতকান্দি গ্রামের মাঠ থেকে ১০টি ট্রান্সফর্মার চুরি হয়ে যাওয়ায় সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ থেকে গত ১৮ জানুয়ারি উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন বলে জানান সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এজিএম(প্রশাসন) মোহাঃ মোকসেদুজ্জামান । এসব ট্রান্সফর্মারের দাম প্রায় ৫ লাখ টাকা। এদিকে ট্রান্সফর্মার চুরি শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আগামী বোর মৌসুমে বোরো ধান আবাদেও অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জন্য। গ্রামবাসীরা এখন ট্রান্সফর্মার চুরি রোধে রাতে পাহারা দিচ্ছেন ।
মনিরপুর গ্রামের আশরাফুল ইসলাম, বেতবাড়ী গ্রামের আক্তার হোসেন, এনামুল হক, রামকান্তপুর গ্রামের নুর মোহাম্মাদ জানান, গত ১ সপ্তাহে তাদের বোরো ধানের মাঠের সেচের বিদ্যুৎ লাইন থেকে ৬টি ট্রান্সফর্মার চুরি হয়ে গেছে।
বেতকান্দি গ্রামের আল মাহমুদ ও বন্যাকান্দি গ্রামের জাহিদুল ইসলাম জানান, গত কয়েকদিনে তাদের মাঠের আরো ৪টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। ফলে তারা আসন্ন ইরি বোরো মৌসুমে বোরো ধানের আবাদ নিয়ে চরম উদ্বিঘ্ন হয়ে পড়েছেন। তারা জানান, নতুন করে ট্রান্সফর্মার কিনতে যে পরিমান অর্থের প্রয়োজন সে সামর্থ তাদের নেই। এসব এলাকায় কৃষকেরা এখন রাতে ট্রান্সফর্মার চুরি রোধে রাতে পাহারা দিচ্ছে ।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহা ব্যবস্থাপক আবু আশরাফ মোঃ ছালেহ্ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘন কুয়াশার কারণে এখন চোরেরা রাতে সহজেই বিদ্যুৎ লাইন থেকে ট্রান্সফর্মার খুলে নেওয়ার সুযোগ পাচ্ছে। তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এলাকায় ট্রান্সফর্মার চুরি রোধে যথাযথ ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে এলাকার কৃষকদেরকে রাতে পাহারা দেবার ব্যবস্থা নিতেও পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি উল্লাপাড়া মডেল থানাকেও অবহিত করা হচ্ছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি । সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে অথবা কোনো কৃষকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া,সিরাজগঞ্জ২৩/০১/২০২৪