উল্লাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও এমপির রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
ঐতিহ্য,সংগ্রাম আর সাফল্যের বাংলাদেশ আওয়ামী যুবলীগের- ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি বের করে । র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা হলরুমের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পকস্থাপক অর্পণ করেন । এ র্যালির নের্তৃত্ব দেন উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল ।
এর পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এর রোগ মুক্তির জন্য উপজেলা যুবলীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত ওসমান, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, যুগ্ন আহবায়ক শাহ আলম সরকার প্রমুখ ।