উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় রবিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নাসিমের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, কালো ব্যাচ ধারণ, কোরআনখানী, মিলাদ- মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর প্যানেল মেয়র কাউন্সিলর এসএম আমিরুল ইসলাম আরজু প্রমুখ।