উল্লাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে দুর্যোগ সহনিয় বাসভবন নির্মানের উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃমোঃ আব্দুস ছাত্তার
“মুজিববর্ষ” উপলক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টিআর/কাবিটা কর্মসুচির আওতায় উল্লাপাড়া উপজেলার ৩০ টি দুর্যোগ সহনীয় বাসভবন নির্মাণ কাজেরে শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম । ১৭ই মার্চ সকাল সাড়ে ৯ টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ থেকে এক যোগে এ নির্মান কাজের উদ্ভোদন করেন ।
এ ছাড়াও ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্ভোদন করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মাইন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবর রহমান ভুঁইয়া, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা প্রমুখ ।