উল্লাপাড়ায় মুক্তাহার বিদ্যালয়ের মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধে তিন যুবককে কারাদন্ড
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুক্তাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েদেরকে উত্ত্যক্ত করার অপরাধে ৩ বখাটে যুবককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমাপাড়া মহল্লার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল (২৩), উপজেলার বাঁখুয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে বরাত আলী (২২) ও মৃত শরিফুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২১) । উল্লাপাড়া মুক্তাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া জানান, এই তিন যুবক দীর্ঘদিন ধরে তার স্কুলের মেয়েরদেরকে রাস্তায় উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার স্থানীয় লোকজন এই বখাটেদেরকে ধরে গণপিটুনি দিয়ে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ এদেরকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালতের বিচারক তাদেরকে এই সাজা প্রদান করেন।