উল্লাপাড়া

উল্লাপাড়ায় মাদ্রাসার প্রাচীর ভেঙ্গে বাড়ির রাস্তা নির্মানের অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এডিপি অর্থায়নে মাদ্রাসার প্রাচীর ভেঙ্গে একটি বাড়ির চলাচলের রাস্তা তৈরি করার অভিযোগ উঠেছে মাদ্রাসা প্রভাষকের বিরুদ্ধে। এমন ঘটনা ঘটেছে উপজেলার পুকুরপাড় এস এন্ড ডি সিনিয়র ফাজিল মাদ্রাসায়। গত ২০১৮-১৯ অর্থ বছরে ওই প্রাচীর নির্মাণে এডিপির ২লাখ টাকা ব্যায় করা হয়। এলাকাবাসী জানান, পুকুরপাড় মাদ্রাসার বাংলা প্রভাষক শাহাদাত হোসেন কাউকে না জানিয়ে মাদ্রাসার সেই প্রাচীর ভেঙ্গে নিজের বাড়ির রাস্তা নির্মান করে। এ বিষয়ে কোন ব্যবস্থা না নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ শুধুমাত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকে জানিয়েই নিজেদের দায় সেরেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পূর্নিমাগাঁতী ইউনিয়ন যুবলীগের এক নেতা জানান বাংলা প্রভাষক শাহাদাত হোসেন উল্লাপাড়ার এক ক্ষমতাসীন নেতার ভাগ্নে পরিচয়ে এসব করেছে। এ বিষয়ে অভিযুক্ত পুকুরপাড় এসএন্ডবি সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক শাহাদাত হোসেন জানান, আমার ওপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পন্ন মিথ্যা। পূর্নিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আমাকে রাস্তা নির্মানের জন্য জায়গা নির্ধারন করেছে। আমি জোরপূর্বক কোনকিছু করিনি। পুকুরপাড় এস এন্ড ডি সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে শাহাদত হোসেন প্রাচীর ভেঙ্গেছে। বিষয়টি আমি মাদ্রাসার পক্ষ থেকে লিখিতভাবে সভাপতি কে জানিয়েছি। পাশাপাশি শাহাদত সাহেব তার বাড়ির রাস্তার জন্য সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করেছেন।