উল্লাপাড়ায় মাঠের মধ্যে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা
মোঃ আব্দুস ছাত্তার , উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মাঠের মধ্যে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন কর্মকান্ড চলছে । এ বিষয়ে প্রশাসন রয়েছে নীরব। উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের করতোয়া নদীর খেয়াঘাটের পাশে মাঠে চলছে এ জুয়া খেলার আসর। এ মাঠের পাট খেতের মাঝে ঝুপড়ি ঘর তুলে প্রকাশ্য চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা। প্রতিদিন দুপুরবেলা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলছে এ জুয়ার আসর। উল্লাপাড়া, বেলকুচি, কামারখন্দ, চৌহালী, জামতৈল, এনায়েতপুর, চৌবাড়ি,শাহজাদপুর,সায়দাবাদ সহ বিভিন্ন এলাকায় শতশত জুয়ারু দলবদ্ধভাবে এখানে জুয়া খেলতে আসে। এ জুয়ার স্পটটি এখন ওপেন সিক্রেট। স্থানীয় গ্রামবাসিরা অভিযোগ করেন উল্লাপাড়ার আদর্শগ্রাম ও রামকান্তপুর গ্রামের কয়েক জন জুয়ারু এ খেলা চালাচ্ছেন। রামকান্তপুর করতোয়া নদীর পাশে হাশেম আলীর কৃষি জমি ভাড়া নিয়ে সেখানেই এ জুয়ার আসর চালানো হচ্ছে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে জুয়ারুরা এখানে জুয়া খেলতে এসে নিঃস্ব হয়ে খালি হাতে ফিরে যাচ্ছে। রামকান্তপুর গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বলা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন প্রশাসন কে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালাচ্ছে। আমরা এর প্রতিবাদ করতে গেলেই উল্টো আমাদের পাল্টা হুমকি দেওয়া হয়। আমরা দ্রুত এই জুয়ার আসরটি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান বিষয়টি জানা নেই । যদি ঘটনা সত্য হয় ব্যবস্থা নেওয়া হবে ।